ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দেড় বছরেও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে থেকে উপস্থাপনায় সরব এই অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় এসেছেন তিনি।
বিশেষ করে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির পর আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রেমের খবরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন জায়েদ খান। একসঙ্গে তাদের দেখা গেলেই শুরু হয় ফিসফাস। কয়েক মাস আগে মাহি যুক্তরাষ্ট্রে গেলে সেই আলোচনা আরও জোরালো হয়। তবে কখনোই তারা এ প্রসঙ্গে কথা বলেননি।
আরও একবার জায়েদ খানের সঙ্গে দেখা গেছে মাহিকে৷ নিউইয়র্কের সেন্টাল পার্কে দেখা যায় তাদের। যার কয়েকটি ছবি দৈনিক রূপালী বাংলাদেশের হাতে এসেছে।
এরপর যোগাযোগ করা হলে জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে এবারের পর্বে অতিথি হয়েছেন মাহিয়া মাহি।
এ প্রসঙ্গে তিনি বলেন, মাহি ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।
দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের সেন্টাল পার্কে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।


