ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাবিতে হেলমেট বাহিনীর তাণ্ডব: রামদা ঠেকিয়ে ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৬:৩৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা এলাকায় এক ক্যান্টিন থেকে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফারাবী ও ২০২৩-২৪ সেশনের বকশী। ফারাবী আগে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। একই ঘটনায় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজ কুপিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ফারাবী ও বকশী কাজলার একটি ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হেলমেটপরিহিত ১০-১২ জন দুর্বৃত্ত রামদা, হাতুড়ি ও পিস্তল নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে রামদা ঠেকিয়ে তাদের বাইকে তুলে নিয়ে যায়। একই সময়ে খাবার নিতে আসা নাট্যকলা বিভাগের মিনহাজও হামলার শিকার হন। তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হলে উপস্থিত শিক্ষার্থীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পরে মণ্ডলের মোড় এলাকা থেকে ফারাবী ও বকশীকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।

বকশী বলেন, ‘কমপক্ষে ১০টা বাইক ছিল। সবাই হেলমেট পরা। আমি লাফ দিয়ে নেমে গেলে আমাকে মারতে মারতে রিকশায় তোলে। অন্ধকার জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের কারও কল আসে। ওরা বলে, আসলটা পেয়ে গেছি, ওকে ছেড়ে দে। এরপর আমাকে প্রায় ৩০ মিনিট ঘুরিয়ে ছেড়ে দেয়। তাদের কাউকে চিনতে পারিনি।’

রাবির প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ততক্ষণে তাদের তুলে নিয়ে গেছে। পরে পুলিশকে জানাই।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জনি নামে একজনের সংশ্লিষ্টতার কথা শোনা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।