এসএসসি পাস করলো ১২ অনাথ কিশোর
জুলাই ১১, ২০২৫, ১২:৫৪ পিএম
ছোটবেলায় কেউ হারিয়েছেন বাবা, কেউ মা। কেউ আবার অবুঝ বয়সেই হারিয়ে গিয়েছিলেন প্রিয় পরিবার থেকে। পরিবারহীন এমন ১২ কিশোর এবার এসএসসি পরীক্ষায় পাস করে দেখালেন, সাহস আর সুযোগ থাকলে জীবনের অন্ধকার পথও আলোয় ভরে উঠতে পারে।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ‘আহছানিয়া মিশন শিশু নগরী’তে বেড়ে ওঠা এসব কিশোররা এবার পঞ্চগড়...