ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয় : জাতিসংঘে বাংলাদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১২:৪৯ পিএম
জাতিসংঘের স্থায়ী মিশনে বাংলাদেশ। ছবি - সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত করেছে। প্রস্তাবটি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে পেশ করেছে এবং ১০৫টি দেশ যৌথভাবে এর পৃষ্ঠপোষকতা করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে গৃহীত বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের ওপর লক্ষ্যবস্তু আক্রমণ, মানবিক প্রবেশাধিকারে বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদল প্রস্তাব গৃহীত হওয়ার পর ধন্যবাদ জানালেও গত আট বছরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে।

তারা সতর্ক করেছেন, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার দেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় এবং তাই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।