আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি নোয়াখালীর হাতিয়া উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নেয়ামত উল্লাহ নিরবকে আহ্বায়ক এবং মো. আশিক এলাহিকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাহিদ রাফেজ, মাকসুদের রহমান হৃদয়, এমরান হোসেন, ইলিয়াস মাহমুদ, মেহেদি হাসান ইভু, সাখওয়াত হোসেন ও সৈকত হোসেন।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাফেজ আব্দুস সামাদ, হান্নান হৃদয়, সাবের হোসেন মির্জা, রবিন উদ্দিন, শহীদুজ্জামান পল্লব ও আসাদুজ্জামান বিশ্বাস।
মুখ্য সংগঠক মোহাম্মদ তরিফ উদ্দিন এবং সিনিয়র সংগঠক আতিকুর রহমান।
গতকাল রাতে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব পাওয়ায় হাতিয়ার ছাত্রশক্তির নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন।


