ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও হরিপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০১:৩৭ পিএম
হরিপুর ইউনিয়ন পরিষদ। ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও হরিপুরে বুধবার ভোররাতে উপজেলার বনগাঁও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেনের তুলার দোকান ও শামসুল হকের ওষুধের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। দুই ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ব্যবসায়ীদের সহায়তা করা হবে।