দেশজুড়ে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা কমে এসেছে। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম। এর পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা কমে শীতের আমেজ তৈরি হয়েছে।
তেতুলিয়া (পঞ্চগড়) ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের মধ্যে দেশের সবচেয়ে কম তাপমাত্রা।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তরে হালকা শৈত্যপ্রবাহের পূর্বাভাস এখনও না থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় শীতের অনুভূতি বাড়ছে। আগামী কয়েকদিনে দেশের উত্তরের জেলাগুলোতে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তিনি আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক থাকলেও রাত ও ভোরে হালকা কুয়াশা পড়তে পারে, যা ডিসেম্বরের শুরুতে আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে দিনাজপুর শহর ও গ্রামে সকাল থেকেই পথচারী, শ্রমিক থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যেও শীতের পোশাক পরার প্রবণতা দেখা গেছে। অনেকেই বলছেন, গত কয়েকদিনের তুলনায় আজ শীত বেশি।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গত দুই দিন ধরেই একটু হিম ঠাণ্ডা টের পাচ্ছিলাম। কিন্তু আজ ভোরে তো মনে হলো শীত এসে গেছে। বাতাসও ঠাণ্ডা।

