ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মেয়েদের ডিম্বাণু সংরক্ষণ করতে বলায় তোপের মুখে রাম চরণের স্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:১২ পিএম
রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি। ছবি - সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি সম্প্রতি আইআইটি হায়দরাবাদে এক বক্তৃতা দেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তৃতায় তিনি তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

ভিডিওটি ভাইরাল হতেই তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। নেটিজেনদের অনেকেরই অভিযোগ নিজের কোম্পানির ব্যবসার জন্য এমন প্রচার উপাসনার। যদিও বিষয়টিকে তরুণীদের জন্য অপরিহার্য বলে দাবি করেছেন উপাসনা।

তার কথায়, আমি দেখতে পাচ্ছি এখানে মেয়েদের তুলনায় ছেলেদের হাতের সংখ্যা এখানে অনেক বেশি। অর্থাৎ, দেশ বদলাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ। মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটাই জীবনের সব থেকে বড় শান্তি।

অনেকেরই উপাসনার এই পরামর্শ একেবারেই পছন্দ হয়নি। বরং, আইভিএফ নিয়ে প্রচারের জন্য তিনি সমালোচিত হয়েছেন। উপাসনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করতেই তার দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ।

কেউ লিখেছেন, তিনি মূলত শিশুদের আর্থিক স্বাধীনতার উপায় হিসেবে ডিম্বাণু সংরক্ষণের ব্যবসা করছেন।

কেউ আবার বলেছেন, যদি কারো টাকা থাকে, তা হলে তারা অনেক কিছু বলতে পারেন। একজন মধ্যবিত্ত ব্যক্তির কাছ থেকে শুনুন। যাদের বাবা-মায়ের অগাধ পয়সা, তাদের কথা শুনবেন না।