ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৪০ পিএম
শাহরুখ খান ও শাকিব খান। ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দাবি উঠেছে, এটি বলিউড কিং শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই ছবিতেও রয়েছেন দুই অভিনেত্রী-তানজিন তিশা ও ঐশী।

এক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের মতো।

সিনেমার প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স জানিয়েছে, শাকিব এই ছবিতে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।