ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ডেমরায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের 

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:৪৫ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রশিদ (৭৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। বর্তমানে ডেমরার ডগাইর পশ্চিম পাড়ায়
থাকতেন।

নিহতের নাতি তাহসিন আহমেদ জানান, আজ দুপুরের দিকে আমার দাদা পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ডেমরার ডগাইর কোনাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে দয়িত্বরত চিকিৎসক জানান দাদা আর বেঁচে নেই

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।