আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ম্যাচের লাগাম শক্তভাবে নিজেদের হাতে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। দেড় দিন ফিল্ডিং করার পর ব্যাটিংয়ে নেমে চরম অস্বস্তিতে পড়েছে আইরিশরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের স্কোর ৯৮/৫, ফলো-অনের খাঁড়া ঝুলছে সফরকারীদের উপর। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৭৬ রানের জবাবে তারা এখনও পিছিয়ে আছে ৩৭৮ রানে।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন লরকান টাকার (১১*) এবং স্টেফেনি ডোহেনি (২*)।
আজ বৃহস্পতিবার দিনের শুরুতে গতকাল ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম জর্ডান নিলের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এটি তার ক্যারিয়ারের ১৩তম এবং শততম টেস্টে করা ১১তম ব্যাটার হিসেবে সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পরই ইনিংস লম্বা করতে পারেননি, ৫ চারে ১০৬ রানে আউট হন।
মুশফিকের বিদায়ের পরও থামেনি বাংলাদেশের রানবন্যা। উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস আইরিশ বোলারদের উপর রীতিমতো শাসন চালান। ৮ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম শতকটি তুলে নেন তিনি।
১২৮ রানের এই ইনিংসটি আসে তার প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচে। লিটন এবং মেহেদী হাসান মিরাজ (৪৭) দুজনই দলীয় ৪৩৩ রানে আউট হন। শেষ পর্যন্ত ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
বড় রানের জবাবে আয়ারল্যান্ড তাদের ইনিংসের শুরুটা ভালোই করেছিল। তবে দলীয় ৪১ রানে ওপেনার পল স্টার্লিংকে (২৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেটের দরজা খোলেন পেসার খালেদ আহমেদ।
এরপরই আইরিশ ব্যাটিং অর্ডারে ধস নামে। বাংলাদেশের স্পিনাররা উইকেট উদযাপনে যোগ দেন। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন।
ফলো-অন এড়াতে আয়ারল্যান্ডের এখনও প্রয়োজন ১৩৯ রান। এমন অবস্থায় হারও চোখ রাঙাচ্ছে সফরকারীদের।



