ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শুভমান গিলকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের তারকা ব্যাটসম্যান ও টেস্ট দলরে অধিনায়ক শুভমান গিল চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। তার ঘাড়ের আঘাত সম্পূর্ণরূপে সেরে না ওঠায়, চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে আরও বিশ্রাম নিতে হবে।

গুয়াহাটিতে শনিবার থেকে শুরু হতে চলা এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দলের সহ-অধিনায়ক ঋষভ পন্ত।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, গিল যদি তাড়াহুড়ো করে মাঠে নামেন, তবে তার ঘাড়ের স্পাজম আবারও ফেরার প্রবল ঝুঁকি রয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি আগামী ২৩ নভেম্বর ঘোষিত হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের জন্য ভারতের দল নির্বাচনের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।

গিলের অনুপস্থিতিতে ভারতীয় দল তার স্থলাভিষিক্ত হিসেবে বিবেচনা করতে পারে তরুণ প্রতিভা বি সাই সুধর্ষণ, দেবদত্ত পাদিক্কাল অথবা নিতিশ কুমার রেড্ডি-র মধ্যে একজনকে।

এর আগে, কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে মাত্র তিনটি বল খেলার পরই 'রিটায়ার হার্ট' হন গিল এবং পরের দিন বিসিসিআই নিশ্চিত করে যে তিনি আর টেস্টে অংশ নেবেন না।

ভারত সেই ম্যাচে অপ্রত্যাশিতভাবে ৯৩ রানে অলআউট হয়ে হেরে যায়। এর আগে অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ঘাড়ের স্পাজমের কারণে খেলতে পারেননি গিল।

ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক আগেই জানিয়েছিলেন, যদি গিল খেলেন, তবে নিশ্চিত হতে হবে যে তার ঘাড়ে আবার স্পাজম হবে না। যদি সেই নিশ্চয়তা না থাকে, তিনি বিশ্রাম নেবেন।