ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

মরক্কোর ডিফেন্ডার এবং পিএসজি তারকা আশরাফ হাকিমি দারুণ এক মৌসুম কাটিয়ে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। রেকর্ড গড়ে ৫২ বছর পর মরক্কো এবং পুরো অঞ্চলের একজন ডিফেন্ডার হিসেবে এই সম্মান পান তিনি।

বুধবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আয়োজন করা অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন হাকিমি। ভোটের মাধ্যমে নির্বাচিত হাকিমি লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ ও নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওসিমিয়েনকে পেছনে ফেলে এই খেতাব জিতেছেন।

হাকিমি আফ্রিকার বর্ষসেরা ডিফেন্ডার হওয়ার ক্ষেত্রে ইতিহাস রচনা করেছেন। এর আগে সবশেষ ১৯৭৩ সালে জাইরের (বর্তমান কঙ্গো) বুয়াঙ্গা চিমেন এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া, হাকিমি মরক্কোর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন। এর আগে ১৯৯৮ সালে মুস্তাফা হাজি বর্ষসেরা হয়েছিলেন।

পুরস্কার গ্রহণের পর হাকিমি বলেন, এটি শুধু আমার একার অর্জন নয়। এটি আফ্রিকার সকল সাহসী নারী ও পুরুষের, যারা ফুটবলারের স্বপ্ন দেখেন। শৈশব থেকে যাদের বিশ্বাস ছিল আমি একদিন পেশাদার ফুটবলার হব, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

হাকিমির ক্লাব পিএসজি গত মৌসুমে প্রথমবার ‘ট্রেবল’ জয় করেছে। ২৭ বছর বয়সী রাইট-ব্যাক এই মৌসুমে ৪৮ ম্যাচে ৯টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১২টি গোল করিয়েছেন।