নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার টানমুশুরি এলাকার সফুরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন টিটুসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিতভাবে ‘ধানের শীষ’কে বিজয়ী করার কৌশল ও মতামত তুলে ধরা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘আমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে নতুনভাবে গড়তে চাই। এ দেশে হিন্দু-মুসলিমের কোনো ভেদাভেদ নেই। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।’
তিনি আরও বলেন, ‘রূপগঞ্জে বিএনপির মধ্যে কোনো মতবিরোধ নেই, আমরা সবাই এক। কাঁধে কাঁধ মিলিয়ে আধুনিক রূপের রূপগঞ্জ গড়ে তুলতে চাই, যাতে সন্তানরা নিরাপদে স্কুলে যেতে পারে। রূপগঞ্জকে মাদকমুক্ত করে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।’



