ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা, আটক ৫

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:১৫ পিএম
ছবি- সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা পাহাড়তলি বাদশার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ের অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত যৌথবাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা চালায়। সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। হামলার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিম অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন রূপালী বাংলাদেশকে বলেন, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে যাওয়ার সময় দুর্বৃত্তরা আদালত পরিচালনাকারী টিমের ওপর হামলা করেছে। এ ঘটনায় আটক পাঁচজনকে চকরিয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

চকোরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার রূপালী বাংলাদেশকে বলেন,  অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে যাওয়ার সময় চকরিয়া উপজেলার কাকারা পাহাড়তলি বাদশার টেক এলাকায় গাড়িবহর পৌঁছালে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবিসহ যৌথবাহিনীর গাড়িবহরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন  আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ হামলাকারীকে আটক করা হয়েছে।