পাবনার ভাঙ্গুড়ায় চিরকুট লিখে নিখোঁজ হন জিয়াউর রহমান (৪৫) নামে স্থানীয় এক টেইলার্স ব্যবসায়ী। পরে তার লাশ পাওয়া গেছে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার মাঝপাড়া রেলওয়ে ট্র্যাকের ৯ নম্বর ব্রিজ এলাকায়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পরিবারের কাছে খবর আসে, বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়া উপজেলার রোকনপুর ৯ নম্বর রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহত জিয়াউর রহমান জিয়া ভাঙ্গুড়ার ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক এবং পৌর শহরের উত্তর সারুটিয়া বাঁধপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার জানিয়েছে, বুধবার দুপুরের পর থেকে জিয়া নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন জানান, ওই ব্যক্তি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


