ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ আগুন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৬:৩২ এএম

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০ এর সম্মেলনে ভয়াবহ আগুন লেগেছে। ফলে বৃহস্পতিবার আলোচনায় সাময়িক বিঘ্ন ঘটে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক হাজার প্রতিনিধি দ্রুত বেরিয়ে আসেন বলে জানিয়েছে বিবিসি ও দ্য গার্ডিয়ান।

সকালে আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ জোরদারের আহ্বান জানানোর পরই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য চলাকালীন এ ঘটনা ঘটে। কর্মকর্তারা বলেন, সম্মেলনস্থলের একটি প্রদর্শনী প্যাভিলিয়নে আগুন লাগলে দ্রুত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সবাইকে বাইরে যেতে বলা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অন্তত দুই শতাধিক দেশের প্রতিনিধিরা। ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করলে আলোচনা স্থগিত করা হয়।

আগুন লাগার সময়ই দেশগুলো জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছিল। তবে বুধবারের নির্ধারিত সময়সীমা পেরিয়েও এ বিষয়ে অগ্রগতি হয়নি।

ব্রাজিল বৃহস্পতিবার যে খসড়া চুক্তি তোলে, তাতে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে কোনো রোডম্যাপ অন্তর্ভুক্ত না থাকায় আলোচনা আরও জটিল হয়েছে বলে রয়টার্সকে জানান একাধিক আলোচক।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর নির্গমনই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান চালিকা শক্তি। তাই এ খাতে একটি সুস্পষ্ট রূপান্তর পরিকল্পনা ছাড়া কপ–৩০–এর লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব।

দুই সপ্তাহের সম্মেলন চাপের মুখে

দুই সপ্তাহব্যাপী কপ–৩০ সম্মেলন শুরু হয়েছে সোমবার। ব্রাজিলের পাশাপাশি উন্নত ও উন্নয়নশীল দেশের বড় অংশ একটি সুস্পষ্ট রোডম্যাপের পক্ষে অবস্থান নিয়েছে। তবে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী কিছু দেশ এতে আপত্তি জানাচ্ছে।

আগুনের ঘটনায় মূল আলোচনায় সাময়িক বিরতি এলেও সম্মেলনস্থলে নিরাপত্তা জোরদার করে পুনরায় আলোচনা শুরু করার প্রস্তুতি চলছে।