ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির ৬ শিক্ষার্থী আহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১২:১৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি - সংগৃহীত

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের মাত্রা প্রাথমিকভাবে ৫.৭ রেকর্ড করা হয়েছে, যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আতঙ্কের মধ্যে ঢাবির মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে কিছু শিক্ষার্থী ছাদ ও জানালা থেকে লাফ দিয়ে পড়ায় কমপক্ষে ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে মুহসীন হল সংসদের ভাইস প্রেসিডেন্ট সাদিক হোসেন, অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের আনজির হোসেন ও জুলফিকার আলী রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া মুহসীন হলের আরও দুই শিক্ষার্থী- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তানজীর আহমেদ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী- ছাদ থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন শিক্ষার্থীর পা ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর পাশাপাশি স্যার এ এফ রহমান হলে একটি কক্ষের ক্ষয়ক্ষতির খবরও জানা গেছে।

ভূমিকম্পের কম্পনে রাজধানীর বিভিন্ন ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে।