ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে নিহত ১০

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:৫৯ এএম
বিস্ফোরণস্থল। ছবি- সংগৃহীত

পাকিস্তানের ফয়সালাবাদে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ( ২১ নভেম্বর) ভোরে মালিকপুর এলাকার কাছে এ দুর্ঘটনা হয়। এতে আশেপাশের ভবন এবং কাঠামো ধসে পড়েছে। 

প্রাথমিক বিবৃতিতে উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, কাবাডি স্টেডিয়ামের কাছে শাহাব টাউনে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ এবং সংলগ্ন বাড়ির ছাদ ধসে পড়ে, যার ফলে চারজন নিহত হয়। পরবর্তীতে ‘রেসকিউ ১১২২’ জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার করেছে, ঘটনাস্থলেই মারা গেছেন ১০ জন।

রেসকিউ ১১২২ কর্তৃক শেয়ার করা উদ্ধার কাজের ভিডিওতে দেখা গেছে, ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কর্মীরা জীবিতদের খুঁজছেন। ইতিমধ্যে, পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক ডঃ উসমান আনোয়ার নির্দেশ দিয়েছেন যে রেসকিউ ১১২২, ফায়ার ব্রিগেড এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে পূর্ণ সহায়তা প্রদান করা হোক।

এক বিবৃতিতে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করার জন্য পুলিশ কর্মকর্তা ও কর্মকর্তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখা উচিত। তিনি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য উদ্ধারকারী যানবাহনের জন্য ঘটনাস্থলে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন।

গত বছর এপ্রিলে, ফয়সালাবাদের একটি টেক্সটাইল মিলে স্টিম বয়লার বিস্ফোরণে এক ডজন শ্রমিক আহত হন ।