রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পের পর একটি পাঁচ তলা ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই এ ধসের ঘটনা ঘটে।
সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক হিসেবে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।
তিনি আরও বলেন, এ ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত বড় ধরনের আফটার শকের ইঙ্গিত পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের ৫ মার্চ ঢাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুরের মোইরাং শহরের কাছে ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানীতেও অনুভূত হয়েছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আরমানিটোলার ধসে পড়া ভবনটি ঘিরে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

