ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে ঢাকায় চার ভবনে ধস-ফাটল, বাড়ছে মৃত্যু  

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১২:০৭ পিএম
ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই কম্পনের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত চারটি ভবনে ধস ও ফাটল দেখা দিয়েছে।

পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধসে পড়েছে। এছাড়াও কলাবাগান ও বাড্ডায় দুটি ভবনে ফাটল দেখা গেছে এবং এগুলো হেলে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবনে ফাটলের খবর পাওয়ার পর সেখানে পৌঁছেছেন।

এই মুহূর্তে হতাহতের সংখ্যা জানাতে পারা যায়নি, তবে আশঙ্কা করা হচ্ছে কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

ভূমিকম্পের পর আরও আফটারশক (পরবর্তী কম্পন) আসার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য পরামর্শ দিয়েছে।