ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

গত ৫ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখিনি : পরিবেশ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১২:৪১ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

গত পাঁচ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখিনি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ ধরনের ভূমিকম্প স্পষ্ট সতর্কবার্তা যা জরুরি প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি। এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই এটাই সবচেয়ে বড় ঝুঁকি।

তিনি জানান, নতুন ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মাণ হলেও পুরোনো ভবনগুলোর ৯০ শতাংশই ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যতের জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে জলাশয় কিংবা পাহাড়ে নতুন করে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না।

পাহাড়ে ইটভাটা বন্ধে সরকার কাজ শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে কিছু গোষ্ঠী আছে যারা কখনোই আইন মানতে চায় না। পাহাড় কেটে ইটভাটা তৈরি হচ্ছে। আমাদের ঝুঁকি কমাতে হলে পরিবেশকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, একটা দেশে যত বৈচিত্র্য থাকে, সে দেশ তত সুন্দর। আমাদের দেশে একটাই জনগোষ্ঠী থাকলে এত সমৃদ্ধ সংস্কৃতি পাওয়া যেত না।

দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে রিজওয়ানা হাসান বলেন, অগ্নি ঝুঁকি ও ভূমিকম্প মোকাবিলায় তিন বছরের পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া উচিত।

অধিকন্তু পাহাড়ি জীবনযাপন ও সংস্কৃতির প্রতি সম্মান রেখে তিনি বলেন, মানুষ এখন পাহাড়ি খাবার খায় ট্রেন্ড হিসেবে, কিন্তু ঐতিহ্য ধরে রাখতে হবে। বিভাগীয় শহরগুলোতে আদিবাসী খাবারের দোকান খোলা যেতে পারে এতে আদিবাসী কৃষকেরা বঞ্চিত হবেন না।

পাহাড়ে বিদেশি খাবার জনপ্রিয় হওয়ায় দেশি ফলের জন্য জমি কম বরাদ্দ না হয় সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি।