রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্প দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
তবে রাজধানীর বংশালে একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
বংশাল থানার ডিউটি অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
হাসপাতালের সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন শিশু এবং একজন ওই মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফি। অপর একজনের পরিচয় জানা যায়নি।
ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। ‘আফটারশক’ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

