প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক কাবাডি নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারের পরও অংশগ্রহণকারী দল ব্রোঞ্জ পদক অর্জন করে।
ম্যাচে প্রথমার্ধে থাইল্যান্ডের সঙ্গে জোরালো লড়াই করেন বাংলাদেশী খেলোয়াড়রা। চোট পাওয়া রেইডার শ্রাবণী মল্লিক কিছুক্ষণের জন্য মাঠ ছাড়লেও দ্রুত সুস্থ হয়ে ফেরেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেন। বিরতির আগে একক রেইড থেকে দু’টি পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১৪-১২ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন শ্রাবণী মল্লিক। তার ধারাবাহিক রেইডে বাংলাদেশ দল পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে দেয়। শেষ মুহূর্তে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ দল।
একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ইরান, যারা নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারায়। এর আগে ভারত উগান্ডাকে ৫১-১৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছেছে।


