ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অসম্পূর্ণ বিআরটি প্রকল্পের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১২:৩৯ পিএম
জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরে অসমাপ্ত বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি সম্পন্ন হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ হোসেন আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মহানগর জামায়াতের দপ্তর সম্পাদক আবু সিনা মামুন। বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিবসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথি মোহাম্মদ হোসেন আলী বলেন, ‘বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্প এলাকায় মাদক ও ছিনতাইকারীদের অভয়াশ্রম সৃষ্টি হয়েছে। তাই অনতিবিলম্বে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।’

স্থানীয়রা আশা প্রকাশ করে জানান, এই ধরনের জনদুর্ভোগ নিরসনের উদ্যোগ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং দ্রুত প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হবে।