ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০১:১৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট নিয়ে এখনো দেশের মানুষ স্পষ্ট ধারণা পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, ‘গণভোটের হ্যাঁ বা না-মানুষ এখনো বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আইডিইবি মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির সঙ্গে পরিচিত নই। দেশের মানুষ এখনো পিআর কী, কীভাবে কাজ করে-তা বোঝে না। এ কারণে গণভোটের প্রশ্নেও বিভ্রান্তি তৈরি হয়েছে।

গত ১৫-১৬ বছরের পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, দেশে একটি ‘দানবীয় সরকার’ প্রতিষ্ঠানের ওপর প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, নিজেদের লোক বসাতে গিয়ে সব সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে।

ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা-মসজিদ, এত আলেম-উলামা থাকা সত্ত্বেও দেশে অন্যায়, দুর্নীতি, পাপ ও অপরাধ কেন এভাবে বাড়ছে-এটা বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, আমরা মসজিদ নির্মাণে যত উৎসাহী, একটি ভালো মানুষ তৈরিতে ততটা গুরুত্ব দিই না-এটাই আমাদের বড় ব্যর্থতা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।