ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

পটুয়াখালী বাউফলে এমপি প্রার্থীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৪:১৩ পিএম
আমজাদ হোসেন (৬৮)। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৬৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে বরিশাল সেনানিবাস সিএমএইচে স্থানান্তর করা হয়।

মধ্যরাতে সিএমএইচ থেকে ঢাকায় নেওয়ার পথে বরিশালের রুপাতলী এলাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাতেই মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোটপাড়ায় নেওয়া হয়।

শুক্রবার বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি কৃষক ফেডারেশন ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণসংহতি আন্দোলনের এমপি প্রার্থী ছিলেন।