ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

তোফায়েল আহমেদের স্ত্রীর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১১:১১ পিএম
তোফায়েল আহমেদ ও স্ত্রী আনোয়ারা আহমেদ। ছবি- সংগৃহীত

সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি। রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।

আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে ডা. তাছলিমা আহমেদ মুন্নি, জামাতা ডা. তৌহিদসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন সম্ভ্রান্ত তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।  

শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা ভোলার বাংলাবাজারে জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশে কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।