খুলনার পাইকগাছায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশবিরোধী অভিযানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালী ও কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
চিংড়িতে পুশবিরোধী অভিযানে চাঁদখালীর দেবদুয়ার ও কাটাখালী বাজারে ব্যবসায়ী আসাদুল, দীপক, সুশান্ত ঢালী ও পঞ্চাননকে মোট দুই হাজার টাকা, নাসিরনগরের রমেশ মণ্ডলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্সবিহীন বরফ মিল পরিচালনার দায়ে নাসিরপুরের কপোতাক্ষ আইস ফ্যাক্টরি ও কাশেমনগরের নিউ আইস ফ্যাক্টরির মালিককে মোট দুই হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় এবং জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।
এ সময় ক্ষেত্রসহকারী রণধীর সরকার, ব্যবসায়ী সমিতির সম্পাদক আবু হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা এবং নৌ-পুলিশের এএসআই আতাউর ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ‘চিংড়িতে অপদ্রব্য পুশ দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে এ ধরনের কাজ করেন। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি সকল ব্যবসায়ীকে লাইসেন্স গ্রহণসহ সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।’



