ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভুয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান, নইলে ২ মামলার হুঁশিয়ারি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১১:২১ পিএম
ছবি- সংগৃহীত

মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধা মিলনমেলার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত এ মিলনমেলায় ৯নং সেক্টরের সহ-অধিনায়ক ক্যাপ্টেন এম নূরুল হুদার (অব.) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডা. মো. শাহ জাহান (অব.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সেক্টরের স্পেশাল ফোর্স কমান্ডার মাহফুজ আলম বেগ, কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর মো. আহসান উল্যাহ (অব.), মুক্তিযোদ্ধা সংসদের খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুল্লাহ হিল সাফি এবং সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ জাহান (অব.) বলেন, ‘স্বাধীনতার সময় যাদের সঙ্গে যুদ্ধ করেছি, তাদের অনেকেই আহত বা নিহত হয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি। তারা বলতেন, দেশের জন্য লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছে, এটাই তাদের সবচেয়ে বড় পাওয়া।’

সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন এম নূরুল হুদা (অব.) বলেন, ‘দেশে দেড় লাখ মুক্তিযোদ্ধা রয়েছেন। প্রত্যেককে সরকার ২২ হাজার টাকা ভাতা প্রদান করেন। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা অধিক সুবিধা থেকে বঞ্চিত হন।’

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘যারা ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করছেন, তাদের এখনো সময় আছে আত্মসমর্পণের। অন্যথায় তদন্তে ভুয়া প্রমাণ হলে দুটি মামলার মুখোমুখি হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ বিক্রি করলে প্রতিটি মুক্তিযোদ্ধাকে একটি করে সোনার খাট দেওয়া যেত।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, দেশাত্মবোধক গান, স্মারক উপহার প্রদানসহ নানা আয়োজন ছিল। স্থানীয়দের অংশগ্রহণে কালীগঞ্জ উপজেলা মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।