ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১১:০১ পিএম
সরিষাবাড়ীতে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তুহ্ফাতুল জান্নাত নূরানী প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের আংশিক মিলিয়ে মোট ২৫টি উপজেলায় ধারাবাহিকভাবে পরীক্ষা নেওয়া হবে। এ বছর মোট ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার বিভিন্ন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী, সরিষাবাড়ী উপজেলা জিম্মাদার এইচ. এম. সাজ্জাদ হোসেন, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা খন্দকার আলমগীর হোসেন, মাওলানা ইকবাল হোসেন ও মাওলানা সাকিবুল হাসান শান্ত। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পর্যবেক্ষণ করেন।

সরিষাবাড়ীতে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

এ সময় উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান বলেন, ‘২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, ‘মানসম্মত পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

অভিভাবকরা জানান, স্কলারশিপ পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ তৈরি করছে এবং তাদের মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে ফাউন্ডেশন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।