ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:৫৭ পিএম
সুপারি গাছ। ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাড়ির গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পরিদ্র সরকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পরিদ্র সরকার মৃত উপিন্দ্র সরকারের ছেলে এবং চার সন্তানের জনক।

নবীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পরিদ্র সরকার নিজ বাড়ির একটি সুপারি গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত ওপরের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত নিচে নামিয়ে উদ্ধার করেন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে অবগত করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ বাড়িতেই রাখা আছে। পুলিশি প্রক্রিয়া চলমান।