সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ভূঁইয়াগাঁতী সাবস্টেশনের সামনে সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ করা হয়, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক খুলে দিতে বিলম্ব করলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাবস্টেশনে ভাঙচুর চালায়। এতে অফিসের কয়েকটি কক্ষ ও কিছু সরঞ্জাম নষ্ট হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পশু চিকিৎসার কাজ করছিলেন এবং এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যু এবং মহাসড়কের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের দাবি, ঢাকা-বগুড়া মহাসড়কের বিপজ্জনক স্থানগুলোতে দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
প্রতিবাদ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



