ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে নিজামের প্রার্থিতা বাতিল চেয়ে তারেক রহমানকে ৩ নেতার চিঠি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:৩৯ পিএম
বিএনপির লোগো। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দিয়েছেন ওই আসনের তিন মনোনয়নপ্রত্যাশী। 

এই তিন নেতা হলেন: দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।

চিঠিতে তারা দাবি করেছেন, সরওয়ার জামাল নিজাম একজন আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বহু বছর ধরে রাজপথে অনুপস্থিত ছিলেন। তিনি গত ১৭ বছরে বিএনপির হয়ে কোনো আন্দোলন, সংগ্রাম বা মিছিল-মিটিংয়ে দেখা যায়নি। উল্টো, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করেছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের দুর্দিনে কখনো তৃণমূলের পাশে দাঁড়াননি এবং নেতাকর্মীদের খোঁজ নেননি। আওয়ামী লীগের সীমাহীন দমন-পীড়নের সময়ে বিএনপির নেতাকর্মীরা যখন ঘরছাড়া ও ফেরারি জীবনযাপন করছিলেন, তখন তিনি পরিবার-পরিজন নিয়ে বিদেশে ছিলেন। এমন একজন ব্যক্তিকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী করায় দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

চিঠিতে বলা হয়, আনোয়ারা-কর্ণফুলীতে বিএনপির সর্বোচ্চ সুবিধাভোগী, তিনবারের সাংসদ হলেও সরওয়ার জামাল নিজাম ২০০৮ সালের পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এই দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা আবেদন করেছেন, সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে থাকা অভিযোগ, তথ্য, প্রমাণ ও দলিলাদি যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তার প্রাথমিক মনোনয়ন বাতিলের ঘোষণা দেওয়ার জন্য।

এদিকে, প্রাথমিক মনোনয়ন প্রকাশের পর থেকে চট্টগ্রাম-১৩ আসনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ১৩ নভেম্বর সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে ত্যাগী তৃণমূল নেতাকর্মীরা ও স্থানীয় জনগণ বিশাল মশাল মিছিল করেছেন।

সরেজমিনে দেখা যায়, সরওয়ার জামাল নিজামকে মনোনয়ন দেওয়ায় দলীয় তৃণমূল এবং সর্বস্তরের জনগণ হতাশ। স্থানীয়রা চাইছেন, তার মনোনয়ন বাতিল করে দলের পাশে থাকা ও জনগণের সাথে যুক্ত এমন একজনকে মনোনয়ন দেওয়া হোক।