ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আব্বাস-হাদীর আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন সেই রিকশাচালক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৮:২৭ পিএম
এনসিপির মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন। ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন রিকশাচালক মোহাম্মদ সুজন। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে আলোচনায় আসা সুজন এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা আব্বাস এবং শরীফ ওসমান হাদীর মতো হেবিওয়েট প্রার্থীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন সুজন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।

মনোনয়ন সংগ্রহের পর তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন, তবে আমি তা নিয়ে কোনো পরোয়া করি না। আমার শক্তি সাধারণ ছাত্র, শ্রমিক ও প্রবাসী প্রজন্ম। আশা করি এই ভালোবাসা আমাকে নির্বাচনে সহায়তা করবে।’

ঢাকা-৮ আসনটি শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। চূড়ান্ত মনোনয়ন পেলে সুজন এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এনসিপি ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ১০ হাজার টাকা হলেও জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের প্রার্থীদের জন্য এটি ২ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ফরম বিতরণের শেষ দিন। প্রার্থী চূড়ান্তের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।