ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চা শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মুক্তাদিরের উঠান বৈঠক

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৮:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট সদর উপজেলায় চা বাগান এলাকায় গণসংযোগ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার খাদিমনগর ইউনিয়নের কালাগুলসহ আশপাশের চা বাগান এলাকায় গণসংযোগ করেন তিনি। দিনভর প্রচারণার অংশ হিসেবে তিনি চা শ্রমিকদের সঙ্গে উঠান বৈঠক করেন এবং তাদের নানা সমস্যা-সংকট মনোযোগ দিয়ে শোনেন।

শ্রমিকদের আবেগঘন ভালোবাসায় সিক্ত হন বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদির। চা বাগানে পৌঁছালে শ্রমিকরা তাকে ঘিরে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই জানান, নির্বাচনের আগে বহু প্রার্থী বাগানে এলেও নির্বাচনের পর আর কেউ খোঁজ নেন না। মুক্তাদির শ্রমিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন, ছবি তোলেন, মিশে যান আপ্লুত জনতার সঙ্গে। এতে পুরো বাগানজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উঠান বৈঠকে খন্দকার মুক্তাদির বলেন, চা শ্রমিকরা রাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সুযোগ পেলে তাদের জীবনমান উন্নয়ন, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘বাগান ও গ্রামের মানুষের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করছে। আপনাদের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কালাগুল চা বাগানের সাধারণ সম্পাদক সন্তুস মাদ্রাজি। তিনি বলেন, ‘আমরা খন্দকার মুক্তাদিরের ওপরে আস্থা রাখছি। ধানের শীষেই ভোট দেব।’

বৈঠকে আরও বক্তব্য দেন, বাগান ব্যবস্থাপক অরূপ চৌধুরী, বাগান সভাপতি রনঞ্জু নায়েক, বিলাশ ব্যানার্জি, বাতাশি বাউরি, বাসন্তী নায়েকসহ অন্যরা।