কক্সবাজারের চকরিয়া ও লামার ফাইতংয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে যাওয়ার পথে ইটভাটার শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের বাদশারটেক এলাকায় এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, ইটভাটা উচ্ছেদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা লামার ফাইতং ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে খবর পেয়ে শ্রমিকেরা কাকারা ইউনিয়নের বাদশারটেক এলাকায় অবস্থান নিয়ে পথরোধ করে এবং সড়কে শুয়ে ইটভাটা উচ্ছেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিজিবি ও পুলিশের ৭-৮ জন এবং ১২-১৩ জন শ্রমিক আহত হন। এ ঘটনায় ইটভাটার ৮ শ্রমিককে আটক করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আহতদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের আইনের আওতায় আনা হবে।’



