সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ জন চিকিৎসক। ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়। বিষয়টি গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ পায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে, অর্থাৎ ৩৫,৫০০-৬৭,০১০ টাকার বেতনক্রমে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকেরা তাদের বর্তমান পদ ও কর্মস্থলে (ইনসিটু) কাজ চালিয়ে যাবেন। এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ অনুযায়ী পদোন্নতি পাওয়া চিকিৎসকের সংখ্যা
অ্যানাটমি: ৭ জন; এন্ডোক্রাইনোলজি: ৩০ জন; কার্ডিওলজি: ১৫৭ জন; ক্লিনিক্যাল প্যাথলজি: ৬ জন; পেডিয়াট্রিকস: ২৭৯ জন; বায়োকেমিস্ট্রি: ৩১ জন; মেডিক্যাল অনকোলজি: ৬ জন; রেডিওলজি অ্যান্ড ইমেজিং: ৬৫ জন এবং ল্যাবরেটরি মেডিসিন: ১২ জন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ক্ষেত্রে প্রযোজ্য সব বিধিবিধান যথাযথভাবে মানা হবে। এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত চিকিৎকেরা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল বা পদ পরিবর্তন করতে পারবেন না।

