ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৮:৪৮ পিএম
তিন ভাইয়ের বাড়িঘর পুড়ছে। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এতে তিন ভাইয়ের ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লি চিকিৎসক মৃত আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তার তিন ছেলে শহিদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানা ওই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আসরের নামাজের সময় হঠাৎ করে মাসুদ রানার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা শহিদুল ইসলাম ও সুইট রানার টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় তিন ভাইয়ের ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল ও ঘরের টিনের বেড়াও আগুনে পুড়ে যায়। স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাড়ির কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত সুইট রানা বলেন, ‘আগুনে আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। এতে আমরা তিন ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছি। ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকার মতো।’

ধুনট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় স্থানীয়রা অনেকাংশে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।