ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আমরা নিরাপদ ভাবার কারণ নেই, ভূমিকম্প নিয়ে ডা. জাহিদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০২:৪২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- সংগৃহীত

দেশব্যাপী অনুভূত হওয়া ভূমিকম্পের পর নিজেকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এই ভূমিকম্প বাংলাদেশকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে এবং এখন থেকেই জরুরি প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। তবে আজকের ভূমিকম্পের পর আমরা খুব নিরাপদ আছি এমন ভাবার কারণ নেই।’ তিনি রাষ্ট্রীয়ভাবে জরুরি পদক্ষেপ ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও তা রাজধানীসহ অন্তত ২০টির বেশি জেলায় অনুভূত হয়।

গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, জামালপুর, রাজশাহী, কুমিল্লা, সিলেট, ফেনীসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা ভূমিকম্পের খবর নিশ্চিত করেছেন।

ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ফাটলের খবর পাওয়া গেছে। পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে পাঁচতলা ভবনের বারান্দার রেলিং ভেঙে পড়ে তিন জন পথচারীর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড ঘরের দেওয়াল ধসে এক বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

এ ছাড়া ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা আহতের সংখ্যা কমপক্ষে ১৮ জন। এর মধ্যে একজন রিকশাচালকের অবস্থা গুরুতর।

একই সময়ে প্রতিবেশী দেশ ভারতেও এ ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

দেশজুড়ে এই ভূমিকম্প জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও বিশেষজ্ঞরা শান্ত থেকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।