ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ঢাকার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতাও

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৩:০৫ পিএম
ভূমিকম্পে বাড়ির বাইরে কলকাতার বাসিন্দারা। ছবি- সংগৃহীত

বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কলকাতা ও ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। কলকাতার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সিলিং ফ্যান ও দেওয়ালে টাঙানো জিনিসপত্র দুলতে দেখেছেন তারা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও আশপাশের এলাকার বহু মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে সড়ক ও ফাঁকা স্থানে যান। সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভূ-কম্পনের মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে আছে দক্ষিণ ও উত্তর দিনাজপুর এবং কোচবিহার। এ ছাড়া, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কিছু এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া গেছে। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সকাল ১০টা ৮ মিনিটে (ভারতীয় সময়) অনুভূত হওয়া ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ঢাকার নরসিংদীতে।