ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বহুতল ভবন নির্মাণে কঠোর তদারকির আহ্বান জামায়াত আমিরের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:০৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সব স্থানে বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে মানুষের জীবন রক্ষায় নিরাপদ ভবন নির্মাণ অপরিহার্য, আর এ বিষয়ে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব।’

জামায়াত আমির বলেন, ‘সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের সবরে জামিল দান করুন।’

তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জাতির উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, ‘আমি আশা করি, জনগণ ধৈর্য, সাহস ও সংযমের সঙ্গে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।’