ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, অর্ধশতাধিক বস্তা সার ধ্বংস

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:১৩ পিএম
সার ধ্বংস করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কাজিপুরে ভেজাল সার বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. ছোরহাব আলী শেখের ছেলে মো. হেলাল উদ্দিন (২৭) ভেজাল সার বিক্রির সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

তিনি জানান, অটোরিকশা চালানোর পাশাপাশি বগুড়ার ধুনট এলাকা থেকে গোপনে ভেজাল সার সংগ্রহ করে বেশ কিছুদিন ধরে স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। তার কাছ থেকে সার কিনে প্রান্তিক কৃষকরা প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। ভেজাল সার ব্যবহারের ফলে কৃষকরা জমিতে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি দোষ স্বীকার করে ক্ষমা চান।

সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করায় ভবিষ্যতে ভেজাল সার বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে প্রায় অর্ধশতাধিক বস্তা ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয় এবং মাটি চাপা দেওয়া হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, সার কেনার সময় অবশ্যই গুণগত মান যাচাই করে বিশ্বস্ত উৎস থেকে সার কিনতে হবে, যাতে কোনো অসাধু চক্রের কারণে কৃষি উৎপাদনে ক্ষতি না হয়।