ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আমি সমাজ পরিবর্তনের স্বপ্নের পথে হাঁটছি: অ্যাটর্নি জেনারেল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৯:৪৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

শৈলকুপায় অনুষ্ঠিত এক আলোচনাসভায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আমি সমাজ পরিবর্তনের স্বপ্নের পথে হাঁটছি। শৈলকুপাসহ সারা দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। এর মাঝে ভুল-ভ্রান্তি হলে শিক্ষক সমাজ আমাদের সঠিক পথ দেখাবেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষা ও শিক্ষাব্যবস্থা ধ্বংসের পথে নিয়ে গেছে। শিক্ষকদের সঠিক ভূমিকা না থাকলে জাতি কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।

আজ সকালে শৈলকুপার স্থানীয় হাবিবপুরে রোটেক্স ফাউন্ডেশন আয়োজিত “কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।