ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় চলে এসেছে। তিনি সতর্ক করেছেন, কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায় বা কেন্দ্র দখল করে জালিয়াতির মাধ্যমে নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করতে চায়, তাহলে তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।
শুক্রবার (৩১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। জনসভায় উপস্থিত ছিলেন শতাধিক স্থানীয় ছাত্র, যুব ও নাগরিক।
সাদিক কায়েম বলেন, ‘এই দেশে তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার। নির্বাচনের দিন কেন্দ্রে পাহারা দেওয়া সব নাগরিকের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশে রাজনীতিবিদরা শুধু রাজনীতি নিয়ে ব্যবসা করেন। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের খোঁজ কেউ রাখে না। তারা এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বাংলাদেশ দুর্নীতির শীর্ষে পৌঁছেছে।’
ডাকসু ভিপি বলেন, ‘আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য এবং ইসলামের নীতির ভিত্তিতে।’
তিনি দেশের সকল হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
সাদিক কায়েম বলেন, ‘যতদিন ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ততদিন আমাদের জুলাই আন্দোলন চলবে। আমাদের প্রজন্ম স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্ত হয়নি। খুনি হাসিনার রাজনীতি আর এই দেশে চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে রাজনীতি করবে তারা, যারা সত্যিকারের বাংলাদেশপন্থী।’


