ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ধান মাড়াইয়ের সময় বৈদ্যুতিক তারে স্পর্শে কৃষকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৯:১১ পিএম
নিহতের বাড়িতে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে মোটরচালিত মেশিনে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোরঞ্জন ঘোষ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার শিবানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন ওই গ্রামের মৃত কান্ত ঘোষের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির উঠানে মোটরচালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন নিহত মনোরঞ্জন। একপর্যায়ে অসাবধানতাবশত মেশিনের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।