ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বান্দরবানে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলা বিএনপি থেকে সাচিংপ্রু জেরীর দলীয় মনোনয়ন বাতিল করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে আলীকদমে পদযাত্রা ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় জাবেদ রেজার পক্ষের কয়েক হাজার নেতাকর্মী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা পল্টন গলিতে সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা ভারপ্রাপ্ত দলীয় চেয়ারপারসনের কাছে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হামিদ, জয়নাল আবেদিন ও ইউনূছ মিয়া।

সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন ও ইউনূছ মিয়া বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ১৭ বছর ধরে জাবেদ রেজা নির্যাতনের শিকার হয়েছেন। বাড়িতে থাকতে পারেননি। কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও তাকে প্রার্থী না করা অবিচার।

সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, বিএনপিকে বিজয়ী করতে হলে জাবেদ রেজার বিকল্প নেই। কিন্তু তাকে প্রার্থী করা হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, যাকে প্রার্থী করা হয়েছে তিনি গণসংযোগে এলেও সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সাড়া দেননি। এমন নেতাকে দিয়ে বিজয় অর্জন সম্ভব নয়। মনোনয়ন পাওয়া নেতার সমাবেশে বাইরে থেকে ১২০০ গাড়ি এনে লোক জড়ো করতে হয়েছে। তাই দলের দুঃসময়ে রাজপথে থাকা এবং সাধারণ নেতাকর্মীদের আস্থাভাজন জাবেদ রেজাকে মূল্যায়নের দাবি জানান তিনি।

১৯৯৬ সালের প্রতিদ্বন্দ্বিতাহীন ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া এই আসনে সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী থাকা সত্ত্বেও বিএনপি কখনো জয়লাভ করতে পারেনি।

বান্দরবান জেলা বিএনপিতে সাচিংপ্রু জেরী ও মাম্যাচিং-জাবেদ পক্ষের দ্বন্দ্বের কারণেই বারবার নির্বাচনে পরাজিত হচ্ছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।