ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:০৪ পিএম
লুটপাটের পর বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায়। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় ভাড়া বাসায় তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মোশারফ হোসেন (৩২) অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার বাশুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেল ৪টায় অফিস থেকে বাসায় ফিরে তিনি এ ঘটনা দেখতে পান।

অভিযোগে মোশারফ হোসেন জানান, আমি এই বাসায় দীর্ঘ নয় বছর যাবৎ ভাড়াটিয়া হিসেবে রয়েছি। আমি জয়নগড় দুর্গাপুর শাখায় গ্রামীণ ব্যাংকে অফিসার পদে চাকরিরত রয়েছি। শুক্রবার বিকেল ৪টার দিকে অফিস থেকে বাসায় ফিরে তিনি দেখতে পান, তার ঘরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে।

তিনি দাবি করেন, তার অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে ১,০০,০০০ টাকা নগদ, ১ ভরি স্বর্ণ, ৪ ভরি রূপা এবং একটি স্টিলের বাক্স ভেঙে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আরও মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে তার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।

ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রতিবেশী ও নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা তালা ও অগোছালো ঘরের বিষয়টি প্রত্যক্ষ করেছেন।

নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করেছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।