ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

‘আপনাদের একটি ভোট একদিনের নয়, ৫ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:২৮ পিএম
লিফলেট বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী নাহিদ রানা। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী নাহিদ রানা মুসল্লীদের উদ্দেশে বলেছেন, ‘নির্বাচন সামনে। অনেকেই ভোট চাইতে আসবে। কিন্তু মনে রাখবেন—আপনার একটি ভোট একদিনের সিদ্ধান্ত নয়, এটি আপনাদের পাঁচ বছরের জীবনের অস্তিত্বের চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘আপনারা ভোট দেবেন বিবেক দিয়ে। যিনি দায়িত্ববোধ নিয়ে, এলাকার জন্য দরদ নিয়ে, সমস্যা সমাধানের সত্যিকারের রাজনীতি করেন—ভোট সেই প্রার্থীকে দেবেন।’

শুক্রবার (২১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পবিত্র জুম্মাবার নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও গণসংযোগকালে এসব কথা বলেন নাহিদ রানা।

এ সময় তিনি ঈগল মার্কার প্রার্থী হিসেবে এলাকার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ও সামগ্রিক জনসেবামূলক উন্নয়ন নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং উপস্থিত মুসল্লীদের হাতে লিফলেট বিতরণ করেন।

এবি পার্টির মনোনীত এই প্রার্থী জানান, তিনি নিজ অবস্থান থেকে এলাকার সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সেবা দেওয়ার পরিকল্পনা তার রয়েছে।

এ সময় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং নাহিদ রানার উন্নয়নমুখী বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন।