ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দুয়ার। শ্রমিক সংকটে ভুগতে থাকা ইতালি কমপক্ষে ৫ লাখ নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে এসব কর্মী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে নেওয়া হবে—যার মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্যও থাকছে বড় সুযোগ।
শুক্রবার (২১ নভেম্বর) ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস নিশ্চিত করেছে যে—ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ডিক্রি পাস হয়েছে। গত ১৮ নভেম্বর অনুমোদন পাওয়া ১৪৬ নম্বর সারকাতি চলতিরি ডিক্রি এর মাধ্যমে এই বিশাল কর্মী নিয়োগ পরিকল্পনা শুরু হচ্ছে।
ডিক্রি অনুযায়ী, ২০২৬ সালে নিয়োগ দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী, আর তিন বছরের মধ্যে এই সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে। এর আগে ২০২৩–২০২৫ মেয়াদে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সাড়ে চার লাখের বেশি কর্মীর জন্য ওয়ার্ক পারমিট অনুমোদন দেয়।
নতুন ডিক্রি পার্লামেন্টে বিপুল সমর্থন নিয়ে পাস হয়েছে—পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ৭৫।
এই উদ্যোগ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো বড় পরিসরে কর্মী আমদানির ঘোষণা দিলেন ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। এর আগে ২০২৩–২০২৫ সময়কালে দেশটি সাড়ে চার লাখ বিদেশি কর্মী নিয়োগে সিদ্ধান্ত নিয়েছিল। বুধবারের ভোটে ডিক্রির পক্ষে ভোট দেন ১৩১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ৭৫ জন, আর ৭ জন অনুপস্থিত ছিলেন।
ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩০ দিনেই অনুমোদন
ইতালির নতুন ‘ফ্লো ডিক্রি’-তে বিদেশি কর্মীদের জন্য বেশ কিছু যুগান্তকারী সুবিধা যুক্ত হয়েছে—
১. দ্রুত ওয়ার্ক পারমিট
- আবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যুর বাধ্যবাধকতা থাকবে।
- আগে যেখানে মাসের পর মাস অপেক্ষা করতে হত, এখন কার্যক্রম হবে দ্রুত, স্বচ্ছ ও ডিজিটালাইজড।
২. প্রশিক্ষণ শেষে বাড়তি ভিসা আবেদন সময়
উৎস দেশগুলোতে দক্ষতা প্রশিক্ষণ নেওয়ার পর ভিসা আবেদনের সময়সীমা পরীক্ষামূলকভাবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
৩. কেয়ারগিভার খাতে বড় সুযোগ
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রবীণ ও শিশুসেবায় অন্তত ১০ হাজার বিদেশিকে অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। এই সেক্টরে বাংলাদেশিদের চাহিদা নতুন করে বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
৪. মানবপাচার বা শোষণের শিকারদের সুরক্ষা বৃদ্ধি
মানবপাচার বা শ্রমশোষণের শিকার অভিবাসীদের আবাসিক অনুমতির মেয়াদ ৬ মাস থেকে বৃদ্ধি করে ১ বছর করা হয়েছে। এরপর চাকরিকেন্দ্রিক অনুমতি বাড়ানোর সুযোগও থাকবে।
৫. কৃষিক্ষেত্রে দালালচক্র (গ্যাংমাস্টারিং) দমনে নতুন বিধান
কৃষি শ্রমিকদের শোষণ ঠেকাতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। ধর্মীয় সংস্থা পর্যন্ত সংশ্লিষ্ট কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
পরিবার পুনর্মিলনে নতুন কঠোরতা
- বিদেশি কর্মীদের পরিবার ইতালিতে আনার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম যোগ হয়েছে—
- ৯০ দিনের পরিবর্তে এখন ১৫০ দিনে আবেদন প্রসেসিং সময়
- আর্থিক বা সামাজিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করলে বসবাসের অনুমতি বাতিল বা নবায়ন না করার বিধান
- এটি অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়মবদ্ধ করার চেষ্টা বলে বিশ্লেষকদের মত।
বাংলাদেশিদের সম্ভাবনা সবচেয়ে বেশি কোন সেক্টরে?
নতুন ডিক্রিতে যেসব খাতে সবচেয়ে বেশি নিয়োগ হবে, তার বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি ইতোমধ্যেই রয়েছে। বিশেষ করে—
- কৃষি
- নির্মাণ
- রেস্টুরেন্ট ও হোটেল
- লজিস্টিকস ও ডেলিভারি
- শিল্পকারখানা
- কেয়ারগিভার সার্ভিস
- পরিচ্ছন্নতা খাত
- গৃহস্থালি সহায়তা
ইতালির শ্রমবাজারে বাংলাদেশের সুনাম থাকায় দেশটির নিয়োগদাতারা বাংলাদেশি কর্মীদের প্রতি আগ্রহী বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে।
ইতালির জনসংখ্যা সংকট—বিদেশি কর্মীই ভরসা
ইউরোপের অন্যতম উন্নত দেশ ইতালি বর্তমানে ভয়াবহ জনসংখ্যা সংকটে ভুগছে।
- জন্মহার কম
- প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে
- কর্মক্ষম তরুণের অভাব
ফলে দেশটি টিকে থাকতে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা বাড়িয়ে চলেছে। নতুন এই ডিক্রি সেই প্রবণতারই প্রতিফলন।





